From 4b1a9203c547c019fc5398082ae19a3f3d4c3efe Mon Sep 17 00:00:00 2001 From: Peter Bengtsson Date: Tue, 8 Dec 2020 14:41:15 -0500 Subject: initial commit --- files/bn/mozilla/add-ons/index.html | 95 +++++++++++++++++++++++++++++++++++++ 1 file changed, 95 insertions(+) create mode 100644 files/bn/mozilla/add-ons/index.html (limited to 'files/bn/mozilla/add-ons/index.html') diff --git a/files/bn/mozilla/add-ons/index.html b/files/bn/mozilla/add-ons/index.html new file mode 100644 index 0000000000..1d0f1b6661 --- /dev/null +++ b/files/bn/mozilla/add-ons/index.html @@ -0,0 +1,95 @@ +--- +title: অ্যাড-অনস +slug: Mozilla/Add-ons +tags: + - Add-ons + - NeedsTranslation + - TopicStub +translation_of: Mozilla/Add-ons +--- +
মোজিলা অ্যাপ্লিকেশান গুলোর পরিবর্তন এবং পরিবর্ধন 
+ +

অ্যাড-অন, গেকো ভিত্তিক অ্যাপ্লিকেশান যেমন: ফায়ারফক্স, সীমাঙ্কী এবং থান্ডারবার্ড এ নতুন কার্যকারিতা যোগ করে। মূলত দুই ধরণের অ্যাড-অন আছে: এক্সটেনশন, অ্যাপ্লিকেশানে নতুন ধরণের ফিচার যুক্ত করে, আর থিম অ্যাপ্লিকেশানের ইউজার ইন্টারফেস পরিবর্তন করে। 

+ +

এক্সটেনশন এবং থিম উভয়ের জন্যই মোজিলা addons.mozilla.org তে একটি রিপোজিটরি পরিচালনা করে যা এএমও  নামে পরিচিত। আপনি যখন এএমও তে অ্যাড-অন জমা দেন , তখন সেগুলোকে পর্যালোচনা করা হয় তারপর সেগুলো পর্যালোচনাতে উত্তীর্ণ হলে ব্যাবহারকারির কাছে পৌঁছে।আপনাকে এএমও তে অ্যাড-অন জমা দিতে হবেনা, কিন্তু আপনি যদি দেন, তাহলে ব্যাবহারকারিরা আত্মবিশ্বাসী হতে পারেন যে, সেগুলো রিভিও (পর্যালোচনা) করা হয়েছে । এবং আপনি দরকারি অ্যাড-অন এর উৎস হিসেবে এএমও এর দৃশ্যমানতা এর সুবিধা নিতে পারেন। 

+ +

যেসকল অ্যাপ্লিকেশান অ্যাড-অন কে হোস্ট করে অ্যাড-অন তাদের আচরণকে প্রবলভাবে প্রভাবিত করতে পারে। আমরা এক ঝাঁক দিকনির্দেশনা তৈরি করেছি যাতে ব্যাবরহারকারিদের ভাল অভিজ্ঞতা দিতে পারি । সকল ধরণের অ্যাড-অনের জন্যই এই দিকনির্দেশনা প্রযোজ্য, তা addons.mozilla.org  তে হোস্ট করা হোক বা অন্য কোথাও হোস্ট করা হোক।

+ +
+

এক্সটেনশন 

+ +

এক্সটেনশন ফায়ারফক্স এবং থান্ডার-বার্ড এর মত মোজিলা অ্যাপ্লিকেশান গুলোতে নতুন কার্যকারিতা যোগ করে। এরা ব্রাউজারে নতুন ফিচার যুক্ত করতে পারে, যেমন: বিভিন্ন উপায়ে ট্যাবগুলোকে পরিচালনা করা। এবং তারা বিশেষ বিশেষ ওয়েবসাইটের ব্যাবহারযোগ্যতা অথবা নিরাপত্তা বাড়াতে ওয়েব কনটেন্টের পরিবর্তন করতে সক্ষম। 

+ +

এক্সটেনশন তৈরি করতে আপনি তিনটি ভিন্ন ভিন্ন কৌশল ব্যাবহার করতে পারেন: অ্যাড-অন এসডিকে ভিত্তিক এক্সটেনশন, ম্যানুয়ালী বুটস্ত্র্যাপড রিস্টার্ট বিহীন এক্সটেনশন এবং ওভারলে এক্সটেনশন।  

+ + + +

আপনি যদি পারেন তবে, অ্যাড-অন এসডিকে  ব্যাবহার করা সমীচীন হবে, যা রি স্টার্ট বিহীন মেকানিজম ব্যাবহার করে কিন্তু নির্দিষ্ট কিছু কাজকে সহজ করে এবং তারপর নিজেকে পরিষ্কার করে। যদি অ্যাড-অন এসডিকে আপনার প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত না হয় তবে, এর পরিবর্তে ম্যানুয়াল রি স্টার্ট বিহীন এক্সটেনশন ইমপ্লিমেন্ট করতে পারেন। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ওভারলে এক্সটেনশন অপ্রচলিত , যদিও এখনো এগুলোর প্রাচুর্য রয়েছে। 

+ +

কোন কৌশল অবলম্বন করবেন এ সম্পর্কে আরও জানতে পড়ুন তাদের তুলনা। 

+ +
+
+

ভাল চর্চা 

+ +
+
আপনি যেভাবেই এক্সটেনশন ডেভেলপ করুন না কেন, আপনাকে কিছু দিক নির্দেশ মেনে চলতে হবে, যাতে ব্যাবহারকারিরা একটা ভাল অভিজ্ঞতা পান। 
+
পারফরমেন্স 
+
নিশ্চিত করা যে আপনার এক্সটেনশন দ্রুত, প্রতিক্রিয়াশীল এবং মেমরি এফিসিয়েন্ট। 
+
নিরাপত্তা 
+
নিশ্চিত করা যে আপনার এক্সটেনশন ইউজারকে ক্ষতিকারক ওয়েবসাইটে  প্রবেশ করাবে না। 
+
ভদ্রতা 
+
নিশ্চিত করা যে আপনার এক্সটেনশন অপর এক্সটেনশনের সাথে ভালো ভাবে কাজ করতে পারে কিনা। 
+
+
+ +
+

নির্দিষ্ট-অ্যাপ্লিকেশান

+ +

অধিকাংশ ডকুমেন্টেশান ধরে নেয় যে আপনি ফায়ারফক্স ডেক্সটপের জন্য অ্যাড-অন ডেভেলপ করছেন। আপনি যদি গেকো ভিত্তিক অন্য অ্যাপ্লিকেশান এর জন্য ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে তাদের মধ্যে মুখ্য পার্থক্য গুলো জানতে হবে। 

+ +
+
থান্ডারবার্ড 
+
থান্ডার বার্ড মেইল ক্লায়েন্ট এর জন্য এক্সটেনশন ডেভেলপ করা।  
+
ফায়ারফক্স এন্ড্রয়েড
+
ফায়ারফক্স এন্ড্রয়েডের জন্য এক্সটেনশন ডেভেলপ করা। 
+
সীমাঙ্কী
+
সীমাঙ্কী সফটওয়্যার সুইটের জন্য এক্সটেনশন ডেভেলপ করা। 
+
+
+
+ +
+

থিম 

+ +

থিম হল অ্যাড-অন যারা অ্যাপ্লিকেশানের ইউজার ইন্টারফেস পরিবর্তন করে। দুই ধরণের থিম আছে: লাইটওয়েট এবং সম্পূর্ণ থিম। 

+ +
+
+

লাইটওয়েট থিম গুলো সম্পূর্ণ থিমের চেয়ে সহজে ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু খুব সীমিত পরিবর্তন প্রদান করে।    

+
+ +
+

সম্পূর্ণ থিম দ্বারা অ্যাপ্লিকেশান ইউআই তে গভীর পরিবর্তন আনা যায়। সম্পূর্ণ থিমের ডকুমেন্টেশান গুলো অনেক পুরনো, কিন্তু সম্ভাব্য আপডেটের জন্য এখানে লিঙ্ক দেয়া হবে।  

+
+
+ +
+

অন্যান্য ধরণের অ্যাড-অন

+ +

সার্চইঞ্জিন প্লাগইন হল সরল এবং খুব নির্দিষ্ট ধরণের অ্যাড-অন: তারা ব্রাউজারের সার্চবারে নতুন সার্চইঞ্জিন যুক্ত করে । 

+ +

যেসকল কন্টেন্টকে অ্যাপ্লিকেশান স্বাভাবিক ভাবে সাপোর্ট করেনা তাদের বোঝার জন্য প্লাগইনের সাহায্য দরকার হয়। আমরা এসকল প্লাগ ইনের গভীরতা বাড়াতে কাজ করছি, কেননা এদের স্থায়িত্ব, পারফরমেন্স এবং নিরাপত্তার সমস্যাপূর্ণ ইতিহাস রয়েছে।

+ +

{{AddonSidebar}}

+ + + + -- cgit v1.2.3-54-g00ecf