From d0a2422de8d35a9868c34d631117d678769658ef Mon Sep 17 00:00:00 2001 From: Florian Merz Date: Thu, 11 Feb 2021 14:44:50 +0100 Subject: unslug bn: move --- .../html/html5/introduction_to_html5/index.html | 29 ++++++++++++++++++++++ 1 file changed, 29 insertions(+) create mode 100644 files/bn/web/guide/html/html5/introduction_to_html5/index.html (limited to 'files/bn/web/guide/html/html5/introduction_to_html5/index.html') diff --git a/files/bn/web/guide/html/html5/introduction_to_html5/index.html b/files/bn/web/guide/html/html5/introduction_to_html5/index.html new file mode 100644 index 0000000000..bb65db9a7f --- /dev/null +++ b/files/bn/web/guide/html/html5/introduction_to_html5/index.html @@ -0,0 +1,29 @@ +--- +title: HTML5 এ হাতেখড়ি +slug: HTML/HTML5/Introduction_to_HTML5 +tags: + - Guide + - HTML + - HTML5 + - NeedsContent + - Web + - গাইড +translation_of: Web/Guide/HTML/HTML5/Introduction_to_HTML5 +--- +

HTML এর পঞ্চম সর্বশেষ সংস্করণ HTML5এর নতুন কিছু ফিচার রয়েছে যেমন শুধু রিচ মিডিয়াসমর্থন করা, ওয়েব এপ্লিকেশন তৈরি করা এখন আরও সহজ। এসব ওয়েব এপ্লিকেশন ব্যবহারকীর সাথে ইন্টার-এক্ট করতে পারে, ব্যবহারকারীর কম্পিউটারের ডেটা নিয়ে কাজ করতে পারে, সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে আগের থেকে অনেক কার্যকরভাবে।

+

HTML5 এখনও ডেভেলপ হচ্ছে, সে কারণে এখনো এর নির্দেশিকায় টুকটাক পরিবর্তন চলছে এখনো সব ব্রাউজারে সব ফিচার চলে না যাইহোক, গেকো এবং তার এক্সটেনশন, ফায়ারফক্স খুব ভালভাবেই HTML5 সমর্থন করে, এবং এর আরও ফিচার সমর্থনের কাজ চলছে। গেকো ১.৮.১ সংস্করণ থেকে HTML5 এর ফিচার সমর্থন করা শুরু করেছে। গেকো বর্তমানে HTML5 এর কি কি ফিচার সমর্থন করে তা HTML5 এর মুল পেজে জানতে পারেন। অন্যান্য ব্রাউজারে HTML5 সাপোর্ট করে কি না, তা বিস্তারিত জানতে CanIUse ওয়েবসাইটে যেতে পারেন।

+

যেভাবে বলবেন আপনার ডকুমেন্টে HTML5 মার্ক-আপ আছে

+

HTML5 এর জন্য ডকটাইপ খুবই সাধারন। আপনার HTML কন্টেন্ট যে HTML5 ব্যাবহার করছে তা বলার জন্য ডকুমেন্টের শুরুতে নিচের কোড লিখুনঃ

+
<!DOCTYPE html>
+
+

যেসব ব্রাউজার এখনো HTML5 সমর্থন করে না, তারাও এই কোড দেখলে স্ট্যান্ডার্ড মোডে চলে যাবে, যার অর্থ হল তারা HTML এর আগের সমর্থিত কোডগুলো ঠিকমতই দেখাবে এবং শুধুমাত্র যেসব HTML5 এলিমেন্ট তারা সমর্থন করে না সেগুলোই দেখাবে না।

+

নতুন এই ডকটাইপ আগের ডক্টাইপগুলো থেকে অনেক ছোট, যে কারণে এটা সহজেই মনে রাখা যায়। তাছাড়া ছোট হওয়ার জন্য কম বাইট ডাউনলোড হয় ব্যবহারকারীর মেশিনে।

+

<meta charset> লিখে ক্যারেক্টার-সেট ডিক্লেয়ার করুন

+

সাধারণতঃ পেইজের শুরুতেই এটি কোন ক্যারেক্টার-সেট ব্যবহার করছে তা বলে দিতে হয়। HTML এর আগের সংস্করণে জটিল {{HTMLElement("meta")}} ট্যাগ দিয়ে এটি করা লাগত, কিন্তু এখন যা খুবই সহজঃ

+
<meta charset="UTF-8">
+

{{HTMLElement("head") }} এর পরেই উপরের কোড লিখুন, যেহেতু কিছু ব্রাউজার HTML ডকুমেন্ট পার্স করা নতুন করে শুরু করে, যদি আপনার ডিক্লেয়ার করা ক্যারেক্টার-সেট ব্রাউজার যেটা ধরে নিয়েছিল সেটার থেকে আলাদা হয়। এছাড়া, আপনি যদি UTF-8 ব্যবহার না করেন তাহলে আপনাকে UTF-8 ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হচ্ছে, কারণ এটি অনেক স্ক্রিপ্টেই ক্যারেক্টার ব্যবহার করা অনেক সহজ করে দেয়।

+

খেয়াল করুনঃ HTML5 নির্দেশনা দিয়েছে যে বৈধ ক্যারেক্টার-সেট অবশ্যই ASCII সমর্থিত হতে হবে আর কমপক্ষে ৮ বিট ব্যবহার করে এমন হতে হবে। নিরাপত্তা বাড়াতে আর কিছু এটাক (আক্রমণ!) ঠেকানোর জন্যই এই ব্যবস্থা।

+

নতুন HTML5 পার্সার

+

HTML5 পার্সিং নিয়মকানুন, (যা কিনা HTML কোডের অর্থ বের করে) HTML5 এ নিখুঁতভাবে বলা হয়েছে। HTML5 আসার আগে শুধুমাত্র বৈধ মার্ক-আপ কী সেটাই বলা থাকত, যেকারণে যখনই মার্ক-আপে কোন ভুল পাওয়া যেত (প্রায় সব ওয়েবসাইটেই কিছু না কিছু ভুল থাকে) একেক ব্রাউজার একেকভাবে আচরণ করত। কিন্তু এখন HTML5 এ যেহেতু মার্ক-আপে ভুল থাকলে কি করতে হবে সেটাও বলা হয়েছে, সব HTML5-সমর্থিত ব্রাউজার ভুল কোড পেলেও একইরকম আচরণ করবে।

+

এর ফলে ওয়েব ডেভেলপারদের এখন সুখের সময়। যদিও সব আধুনিক ব্রাউজার-ই HTML5-সমর্থিত, কিছু পুরনো ব্রাউজার পাওয়া যায় যারা কিনা HTML5 পার্সিং নিয়ম মেনে চলে না। এইসব HTML5-অসমর্থিত ব্রাউজার এখনো মানুষজন ব্যবহার করে। ডেভেলপারদের কে ভুল না করে, মার্ক-আপ লিখতে উৎসাহিত করা হয়, কারণ ভুলবিহীন কোড সহজেই বুঝা যায় আর পরেও কোড করতে সুবিধা হয়। আর বড় কথা হল, কোডে ভুল থাকলে পুরনো একেক ব্রাউজারে একেক আচরণ দেখা যাবে - কারণ পুরনো ব্রাউজারগুলো HTML5 পার্সিং নিয়ম মেনে চলে না।

+

টেনশন করার কোন দরকার-ই নেই, আপনার ওয়েবসাইটের কোন কিছু পরিবর্তন করা লাগবে না - ওয়েব ব্রাউজারের ডেভেলপার-রাই এসব নিয়ে মাথা ঘামাচ্ছে!

-- cgit v1.2.3-54-g00ecf