--- title: ফায়ারফক্স ওএস অ্যাপ ডেভেলপ করা slug: Archive/B2G_OS/Developing_Firefox_OS tags: - Developing - NeedsTranslation - TopicStub translation_of: Archive/B2G_OS/Developing_Firefox_OS ---
এই বিভাগটিতে রয়েছে বিভিন্ন ক্ষেত্রের ডকুমেন্টশন যার মধ্যে রয়েছে অ্যাপ বানানো অথবা লিখাকালীন সময় ফায়ারফক্স ওএস অভিজ্ঞতার পরিবর্তন/নিজের মতো করে সাজানো, এবং আরও রয়েছে আপনি কিভাবে প্লাটফর্ম ডেভেলপের জন্য সাহায্য করতে পারবেন।
গায়া উন্নয়নে কুইকস্টার্ট গাইড
গায়া ফায়ারফক্স ওস'র সামনে শেষ পর্যন্ত ওয়েব অ্যাপস হিসেবে সাজানো হয়েছে। আপনি পর্দায় দেখতে পাবেন ফায়ারফক্স ওএস'র অপারেটিং সিস্টেমে সবকিছু খোলা ওয়েব প্রযুক্তি হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়েছে । এইতি মূল পর্দায় রয়েছে এবং সমস্ত ডিফল্ট অ্যাপ্লিকেশনেও রয়েছে । গায়া পরিবর্তন শুরু করতে এই সহায়িকা একটি দ্রুত এবং সহজ গাইড হিসেবে রয়েছে।
এই আনুচ্ছেদটি গায়া এর বিল্ড সিস্টেম কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করে,এতে ম্যাকফাইল সংযুক্ত রয়েছে,প্রক্রিয়া নির্মিত হচ্ছে, পরিবেশ পরিবর্তিত হচ্ছে এবং সম্ভ্যাব্য কাস্টমাইজেশনস ।
গাইয়া হ্যাকিং
এই অনুচ্ছেদটি গায়া'র সকল বিষয়বস্ত পরিমিত করতে সহায়তা করে ।
|