--- title: ফায়ারফক্স OS ডেভেলপার ফোন গাইড slug: Archive/B2G_OS/Phone_guide tags: - Firefox OS translation_of: Archive/B2G_OS/Phone_guide ---
আপনি যদি মোজিলা থেকে ফায়ারফক্স OS চালিত একটি ডেভেলপার ফোন পেয়ে থাকেন অথবা কেউ যদি আপনার ডিভাইসে ফায়ারফক্স OS ইন্সটল করে দিয়ে থাকে, তবে এখানে আপনার ফোনে জন্য একটি সাধারণ কাজ করার নির্দেশনামূলক আর্টিকেল পাবেন। আমরা এই বিষয়ের ওপর কাজ করছি এবং সহজে উপস্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা চলছে, আশা করা হচ্ছে শীঘ্রই মোজিলা ডেভেলপার নেটওয়ার্কে এ সংক্রান্ত অনেকগুলো আর্টিকেল প্রকাশিত হবে। আপনি যদি ফায়ারফক্স ওএস বিল্ড/ফ্ল্যাশ করার প্রক্রিয়া নিয়ে জানতে ইচ্ছুক হন, তবে 'ফায়ারফক্স OS বিল্ড ও ইন্সটল করা' শীর্ষক আর্টিকেলটি দেখতে পারেন।