--- title: গায়া slug: Archive/B2G_OS/Platform/গায়া tags: - B2G - Gaia - Mobile - NeedsReview translation_of: Archive/B2G_OS/Platform/Gaia ---
গায়া Firefox OS এর একটি ব্যবহারকারী ইন্টারফেস লেভেল। ফায়ারফক্স ওএস চালু হবার পর স্ক্রিনের সব কিছুই গায়ার মাধ্যমে সম্পাদিত হয়, যার মধ্যে আছে lock screen, home screen, dialer, এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সমূহ। গায়া সম্পূর্নভাবে লেখা হয়েছে HTML, CSS, এবং JavaScript-এ। অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের সাথে গায়ার সংযোগ ঘটে শুধুমাত্র আদর্শ ওয়েব API সমূহের মাধ্যমে, যা Gecko সম্পাদন করে।
এটির ডিজাইন এর ফলে গায়া ফায়ারফক্স ওএস ছাড়াও অন্যান্য অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজার-এ চালাতে সক্ষম (যদিও নির্ভর করবে ব্রাউজার এর কার্যক্ষমতার ওপর)।
গায়ার পাশাপাশি ইন্সটলকৃত তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন সমূহ গায়ার মাধ্যমে চালু করা যাবে।
গায়ার নথিপত্র
|
সংশ্লিষ্ট নথিরিসোর্স সমূহ |