--- title: যোগ দিন আমাদের দলে slug: MDN/Community translation_of: MDN/Community ---
{{MDNSidebar}}

MDN শুধু একটি উইকি নয়: এটি ডেভেলপারদের একটি কমিউনিটি, যারা উন্মুক্ত ওয়েব প্রযুক্তি ব্যবহারকারী অন্যান্য ডেভেলপারদের জন্য MDN কে অসাধারন রিসোর্স হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। "আসল কাজ" হয় MDN সাইটে, আর "কমিউনিটির কাজ" হয় আলোচনা ও চ্যাট এর মাধ্যমে।

আমরা খুশি হব, যদি আপনি MDN এ অবদান রাখেন; তবে আমরা আরও বেশি খুশি হব, যদি আপনি আমাদের কমিউনিটিতে অংশগ্রহণ করেন। নিচের এই তিনটি সহজ ধাপ অনুসরণ করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।

  1. একটি MDN অ্যাকাউন্ট তৈরি  করুন।
  2.  কথোপকথনে যোগ দিন।
  3. চলমান ঘটনার উপর নজর রাখুন।

মোজিলার ডেভেলপার সম্পদায় কিভাবে কাজ করে

নিছের আর্টিকেলগুলি MDN সম্প্রদায় সম্পর্কে আরো বেশী বর্ণনা করা হয়েছে।

নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা

{{page("/bn-BD/docs/Project:MDN/অবদান/শুরু", "একটি অ্যাকাউন্ট তৈরি করা") }}

dev-mdc আলোচনায় সাবস্ক্রাইব

MDN এর কনটেন্ট এর কাজ নিয়ে আলোচনা করার জন্য মেইলিং লিস্ট হচ্ছে  dev-mdc@lists.mozilla.org। বিভিন্ন উপায়ে আপনি আমাদের কথোপকথন পড়তে পারেন। আর আপনি যদি প্রশাসকের অনুমতির অপেক্ষা না করেই আপনার বার্তা পাঠাতে চান, তাহলে আপনাকে অবশ্যই মেইলিং লিস্টে অন্তর্ভুক্ত হতে হবে। এখানে আরও কিছু ভিন্ন পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনি মেইলিং লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেনঃ{{DiscussionList("dev-mdc", "mozilla.dev.mdc")}}

কেন "dev-mdc"? আগে এটা "Mozilla Developer Center" বা MDC হিসেবে পরিচিত ছিল। তাই সেই আগের নাম অনুযায়ী মেইলিং লিস্টটি dev-mdc হয়েছে। একটি dev-mdn মেইলিং লিস্টও রয়েছে। Kuma প্ল্যাটফর্ম, যেটা দিয়ে MDN চলে, সেটা ডেভেলপ করার জন্য ডেভেলপাররা এখানে আলোচনা করে। আপনাকে এখানেও যুক্ত হওয়ার জন্য স্বাগত জানানো হচ্ছে। কিন্তু আপনার যদি শুধু MDN এর কনটেন্ট এর প্রতি আগ্রহ থাকে, তবে এখানে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

ইন্টারনেট রিলে চ্যাট বা IRC তে যোগদান

মোজিলা প্রজেক্টের অন্যান্য অংশের মতো MDN কমিউনিটি ব্যবহারকারীরা অনলাইন চ্যাট করার জন্য IRC ব্যবহার করে। irc.mozilla.org এর মধ্যে নিচের IRC চানেল গুলো MDN সংশ্লিষ্টঃ

খুব সম্ভবত এই চ্যানেল গুলো উত্তর আমেরিকায় রবিবার বাদে অন্য সব দিন চালু থাকে।

যদি আপনি আগে কখনো IRC ব্যবহার নাকরে থাকেন, তবে IRC সম্পর্কে জানুন। ChatZilla হচ্ছে IRC ক্লায়েন্ট যা একটি ফায়ারফক্স অ্যাড-অন হিসেবে তৈরি করা হয়েছে।

পরবর্তী ধাপ