--- title: অ্যাড-অনস slug: Mozilla/Add-ons tags: - Add-ons - NeedsTranslation - TopicStub translation_of: Mozilla/Add-ons ---
অ্যাড-অন, গেকো ভিত্তিক অ্যাপ্লিকেশান যেমন: ফায়ারফক্স, সীমাঙ্কী এবং থান্ডারবার্ড এ নতুন কার্যকারিতা যোগ করে। মূলত দুই ধরণের অ্যাড-অন আছে: এক্সটেনশন, অ্যাপ্লিকেশানে নতুন ধরণের ফিচার যুক্ত করে, আর থিম অ্যাপ্লিকেশানের ইউজার ইন্টারফেস পরিবর্তন করে।
এক্সটেনশন এবং থিম উভয়ের জন্যই মোজিলা addons.mozilla.org তে একটি রিপোজিটরি পরিচালনা করে যা এএমও নামে পরিচিত। আপনি যখন এএমও তে অ্যাড-অন জমা দেন , তখন সেগুলোকে পর্যালোচনা করা হয় তারপর সেগুলো পর্যালোচনাতে উত্তীর্ণ হলে ব্যাবহারকারির কাছে পৌঁছে।আপনাকে এএমও তে অ্যাড-অন জমা দিতে হবেনা, কিন্তু আপনি যদি দেন, তাহলে ব্যাবহারকারিরা আত্মবিশ্বাসী হতে পারেন যে, সেগুলো রিভিও (পর্যালোচনা) করা হয়েছে । এবং আপনি দরকারি অ্যাড-অন এর উৎস হিসেবে এএমও এর দৃশ্যমানতা এর সুবিধা নিতে পারেন।
যেসকল অ্যাপ্লিকেশান অ্যাড-অন কে হোস্ট করে অ্যাড-অন তাদের আচরণকে প্রবলভাবে প্রভাবিত করতে পারে। আমরা এক ঝাঁক দিকনির্দেশনা তৈরি করেছি যাতে ব্যাবরহারকারিদের ভাল অভিজ্ঞতা দিতে পারি । সকল ধরণের অ্যাড-অনের জন্যই এই দিকনির্দেশনা প্রযোজ্য, তা addons.mozilla.org তে হোস্ট করা হোক বা অন্য কোথাও হোস্ট করা হোক।
এক্সটেনশন ফায়ারফক্স এবং থান্ডার-বার্ড এর মত মোজিলা অ্যাপ্লিকেশান গুলোতে নতুন কার্যকারিতা যোগ করে। এরা ব্রাউজারে নতুন ফিচার যুক্ত করতে পারে, যেমন: বিভিন্ন উপায়ে ট্যাবগুলোকে পরিচালনা করা। এবং তারা বিশেষ বিশেষ ওয়েবসাইটের ব্যাবহারযোগ্যতা অথবা নিরাপত্তা বাড়াতে ওয়েব কনটেন্টের পরিবর্তন করতে সক্ষম।
এক্সটেনশন তৈরি করতে আপনি তিনটি ভিন্ন ভিন্ন কৌশল ব্যাবহার করতে পারেন: অ্যাড-অন এসডিকে ভিত্তিক এক্সটেনশন, ম্যানুয়ালী বুটস্ত্র্যাপড রিস্টার্ট বিহীন এক্সটেনশন এবং ওভারলে এক্সটেনশন।
আপনি যদি পারেন তবে, অ্যাড-অন এসডিকে ব্যাবহার করা সমীচীন হবে, যা রি স্টার্ট বিহীন মেকানিজম ব্যাবহার করে কিন্তু নির্দিষ্ট কিছু কাজকে সহজ করে এবং তারপর নিজেকে পরিষ্কার করে। যদি অ্যাড-অন এসডিকে আপনার প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত না হয় তবে, এর পরিবর্তে ম্যানুয়াল রি স্টার্ট বিহীন এক্সটেনশন ইমপ্লিমেন্ট করতে পারেন। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ওভারলে এক্সটেনশন অপ্রচলিত , যদিও এখনো এগুলোর প্রাচুর্য রয়েছে।
কোন কৌশল অবলম্বন করবেন এ সম্পর্কে আরও জানতে পড়ুন তাদের তুলনা।
অধিকাংশ ডকুমেন্টেশান ধরে নেয় যে আপনি ফায়ারফক্স ডেক্সটপের জন্য অ্যাড-অন ডেভেলপ করছেন। আপনি যদি গেকো ভিত্তিক অন্য অ্যাপ্লিকেশান এর জন্য ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে তাদের মধ্যে মুখ্য পার্থক্য গুলো জানতে হবে।
থিম হল অ্যাড-অন যারা অ্যাপ্লিকেশানের ইউজার ইন্টারফেস পরিবর্তন করে। দুই ধরণের থিম আছে: লাইটওয়েট এবং সম্পূর্ণ থিম।
লাইটওয়েট থিম গুলো সম্পূর্ণ থিমের চেয়ে সহজে ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু খুব সীমিত পরিবর্তন প্রদান করে।
সম্পূর্ণ থিম দ্বারা অ্যাপ্লিকেশান ইউআই তে গভীর পরিবর্তন আনা যায়। সম্পূর্ণ থিমের ডকুমেন্টেশান গুলো অনেক পুরনো, কিন্তু সম্ভাব্য আপডেটের জন্য এখানে লিঙ্ক দেয়া হবে।
সার্চইঞ্জিন প্লাগইন হল সরল এবং খুব নির্দিষ্ট ধরণের অ্যাড-অন: তারা ব্রাউজারের সার্চবারে নতুন সার্চইঞ্জিন যুক্ত করে ।
যেসকল কন্টেন্টকে অ্যাপ্লিকেশান স্বাভাবিক ভাবে সাপোর্ট করেনা তাদের বোঝার জন্য প্লাগইনের সাহায্য দরকার হয়। আমরা এসকল প্লাগ ইনের গভীরতা বাড়াতে কাজ করছি, কেননা এদের স্থায়িত্ব, পারফরমেন্স এবং নিরাপত্তার সমস্যাপূর্ণ ইতিহাস রয়েছে।
{{AddonSidebar}}