---
title: Bugzilla (বাগজিলা)
slug: Mozilla/Bugzilla
tags:
- Bugzilla
- Developing Mozilla
- 'Developing_Mozilla:Tools'
- QA
- Tools
translation_of: Mozilla/Bugzilla
---
bugzilla.mozilla.org (প্রায়ই সংক্ষেপে b.m.o ব্যবহার করা হয়) হল Mozilla.org-এর বাগ ট্যাকিং পদ্ধতি, এটি একটি ডাটাবেজ যেখানে ফায়ারফক্স, থান্তারবার্ড, সিমাংকি, ক্যামিনো এবং mozilla.org এর অন্যান্য প্রকল্পের বাগ এবং নতুন বৈশিষ্টের অনুরোধ সংরক্ষন করা হয়।
B.m.o. ডকুমেন্টেশন
- বাগজিলায় কোন কাজগুলো করা যাবে এবং কোনগুলো করা যাবে না
- বাগজিলা ব্যবহারের বিভিন্ন টিপস্ এবং যে কাজগুলো এড়িয়ে চলতে হবে তার একটি তালিকা।
- বাগজিলা শিষ্টাচার
- আদব কায়দার তালিকা, b.m.o.-তে আপনি নিজেকে কিভাবে পরিচালিত করবেন, আপনার আচরণ এবং সৌজন্যতা কিভাবে কোন একটি সমস্যার দ্রুত সমাধান পেতে সহায়তা করবে সেটি বিস্তারিতভবে বর্ণনা করা হয়েছে এখানে।
- কিভাবে জানবেন একটি বাগ আগেই রিপোর্ট করা হয়েছে কিনা
- নতুন কোন একটি বাগ রিপোর্ট করার আগে জেনে নেয়া ভালো (বাধ্যতামূলক নয়) যে আগেই অন্য কেউ এটি বিষয়ে রিপোর্ট করেছেন কিনা। এটি গাইডে বিষয়টি বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
- মান নিয়ন্ত্রণ
- মোজিলার মান নিয়ন্ত্রণের ডকুমেন্টেশন।
- বাগ লেখার গাইডলাইন
- ডেভলপার দল যেন বাগের বর্ণনা পড়ে সহজেই সেটির বিস্তারিত বুঝতে পারে, এমন বর্ণনা লেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে এই ডকুমেন্টেশনে।
- কিভাবে একটি প্যাচ সাবমিট করবেন
- আপনি যদি একটি বাগ সমাধান করেন, অথবা নতুন কোনো বৈশিষ্ট সংযোজন করেন তবে আপনার এই প্যাচটি মূল সোর্স-ট্রিতে যুক্ত করতে হবে। সংযোজনের পর এটি মোজিলার ঐ প্রকল্পের সাথে সকলের ব্যবহার উপযোগী হিসাবে পাওয়া যাবে। এই গাইড থেকে আপনি এই কাজটি কার ধাপগুলো সম্পর্কে জানতে পারবেন।
সবগুলো দেখুন...
অন্যান্য ডকুমেন্টসমূহ
- Bugzilla Todos, রিভিউ, ফ্ল্যাগ রিকোয়েস্ট, চেকইন করা হয়নি এমন প্যাচসমূহ, কাজ সম্পন্ন হয়নি এমন অনুরোধ সমূহ এবং বাগসমূহের তালিকা সংরক্ষন করে।