--- title: Bugzilla (বাগজিলা) slug: Mozilla/Bugzilla tags: - Bugzilla - Developing Mozilla - 'Developing_Mozilla:Tools' - QA - Tools translation_of: Mozilla/Bugzilla ---

bugzilla.mozilla.org (প্রায়ই সংক্ষেপে b.m.o ব্যবহার করা হয়) হল Mozilla.org-এর বাগ ট্যাকিং পদ্ধতি, এটি একটি ডাটাবেজ যেখানে ফায়ারফক্স, থান্তারবার্ড, সিমাংকি, ক্যামিনো এবং mozilla.org এর অন্যান্য প্রকল্পের বাগ এবং নতুন বৈশিষ্টের অনুরোধ সংরক্ষন করা হয়।

B.m.o. ডকুমেন্টেশন

বাগজিলায় কোন কাজগুলো করা যাবে এবং কোনগুলো করা যাবে না
বাগজিলা ব্যবহারের বিভিন্ন টিপস্‌ এবং যে কাজগুলো এড়িয়ে চলতে হবে তার একটি তালিকা। 
বাগজিলা শিষ্টাচার
আদব কায়দার তালিকা, b.m.o.-তে আপনি নিজেকে কিভাবে পরিচালিত করবেন, আপনার আচরণ এবং সৌজন্যতা কিভাবে কোন একটি সমস্যার দ্রুত সমাধান পেতে সহায়তা করবে সেটি বিস্তারিতভবে বর্ণনা করা হয়েছে এখানে।
কিভাবে জানবেন একটি বাগ আগেই রিপোর্ট করা হয়েছে কিনা
নতুন কোন একটি বাগ রিপোর্ট করার আগে জেনে নেয়া ভালো (বাধ্যতামূলক নয়) যে আগেই অন্য কেউ এটি বিষয়ে রিপোর্ট করেছেন কিনা। এটি গাইডে বিষয়টি বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
মান নিয়ন্ত্রণ
মোজিলার মান নিয়ন্ত্রণের ডকুমেন্টেশন।
বাগ লেখার গাইডলাইন
ডেভলপার দল যেন বাগের বর্ণনা পড়ে সহজেই সেটির বিস্তারিত বুঝতে পারে, এমন বর্ণনা লেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে এই ডকুমেন্টেশনে।
কিভাবে একটি প্যাচ সাবমিট করবেন
আপনি যদি একটি বাগ সমাধান করেন, অথবা নতুন কোনো বৈশিষ্ট সংযোজন করেন তবে আপনার এই প্যাচটি মূল সোর্স-ট্রিতে যুক্ত করতে হবে। সংযোজনের পর এটি মোজিলার ঐ প্রকল্পের সাথে সকলের ব্যবহার উপযোগী হিসাবে পাওয়া যাবে। এই গাইড থেকে আপনি এই কাজটি কার ধাপগুলো সম্পর্কে জানতে পারবেন।

সবগুলো দেখুন...

অন্যান্য ডকুমেন্টসমূহ

টুলসমূহ