--- title: চলমান ঘটনাবলি সম্পর্কে জানুন slug: MDN/Community/Whats_happening translation_of: MDN/Community/Whats_happening ---
MDN তৈরি হয়েছে মোজিলার Websites and Developer Engagement কমিউনিটির দ্বারা। নিচে কিছু রাস্তা বলে দেয়া আছে যার মাধ্যমে আমরা কি করছি, সে সম্পর্কে তথ্য ভাগাভাগি করি।
কমিউনিটির সভা প্রতি দুই সপ্তাহ অন্তর বুধবারে, মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সময় ১০:০০ টায় (UTC-0800 অক্টোবর-মার্চ, UTC-0700 মার্চ-অক্টোবর), #devmo IRC চানেলে অনুষ্ঠিত হয়। আগের সভা গুলোর আলোচ্য সূচি দেখার জন্য MDN community meetings এর উইকি পাতা দেখতে পারেন।
MDN Events ক্যালেন্ডারে MDN কমিউনিটির সভা, ডক এর সংকলন এবং MDN সংশ্লিষ্ট অন্যান্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্য থাকে।