--- title: স্টাইল এডিটর slug: Tools/Style_Editor translation_of: Tools/Style_Editor ---
{{ToolsSidebar}}

স্টাইল সীট এডিটর আপনাকে সক্ষম করবে ঃ

IFrame

স্টাইল এডিটর খুলতে হলে  "Web developer" মেনু থেকে "Style Editor" বাছাই করতে হবে( যা Mac এর "Tools" মেনু এর সাবমেনু)।স্টাইল এডিটর সক্রিয় হউয়ার সাথে সাথে ,Toolbox ব্রাউজার এর পাদদেশ দৃশ্যমান হবে:

স্টাইল এডিটর প্রধান দুই ভাগ এ বিভক্ত : বামপাশ এর স্টাইল সীট প্যান , এবং ডানপাশ এর এডিটর।

স্টাইল সীট প্যান

বামপাশ এর স্টাইল সীট, বর্তমান ডকুমেন্ট এর ব্যবহৃত স্টাইলসীট এর তালিকা দিবে।সীট এর নাম এর বামপাশ দেওয়া  eyeball আইকন এ ক্লিক করার মাধ্যমে আপনি দ্রুত গিভেন সীট ব্যবহার এর  অন এবং অফ  এ toggle করতে পারবেন।লিস্ট এ থাকা প্রত্যেক সীট এর কোণার নীচের অংশের ডানদিকে অবস্থিত সেভ বাটন এ ক্লিক করে আপনি আপনার স্টাইল সীট এর যেকোনো পরিবর্তন আপনার লোকাল কম্পিউটার এ সেভ করতে পারবেন।

এডিটর প্যান

ডানপাশ এর অংশ টি হচ্ছে এডিটর প্যান। এখানে আপনার জন্য নির্বাচিত কয়েকটি স্টাইল সীট এর সোর্স পড়তে এবং এডিট করতে দেওয়া আছে । পেজ এর যেকোনো পরিবর্তন এটিতে অবিলম্বে কাজ করবে। এটি পরীক্ষা করতে,পরিবর্তন করতে এবং সংশোধন করতে সহজ করে তোলে। আপনি যখন আপনার পরিবর্তন নিয়ে সন্তুষ্ট হবেন, তখন স্টাইল সীট প্যান এর এন্ট্রিতে যে সেভ বাটন আছে তাতে ক্লিক করে একটি কপি লোকাল হিসেবে সেভ করতে পারবেন।   

এডিটর আপনার  CSS কে সহজ ভাবে পরার জন্য লাইন সংখ্যা এবং syntax hightiliting দিয়ে থাকে।এতে  কয়েকটি  keyboard shortcuts ও সাপোর্ট করে।

 স্টাইল এডিটর অরিজিনাল টি কে পরিবর্তন না করে,সক্রিয় ভাবে de-minimize করে।এটি খুব অনুকুলে সহজ ভাবে পেজে কাজ করতে সাহায্য করে।

অটোকমপ্লিট

অটোকমপ্লিট  ফায়ারফক্স ২৯ এ নতুন

ফায়ারফক্স ২৯ হতে,স্টাইল এডিটর অটোকমপ্লিট সমর্থন করে।টাইপ শুরু করলে ইহা সাজেশন প্রস্তাব করে।

আপনি এটি Style Editor settings এ বন্দধ করে দিতে পারবেন

স্টাইলসীট তৈরি করা এবং আমদানি করা

টুলবার এর নিউ বাটন এ ক্লিক করে আপনি নতুন স্টাইল সীট তৈরি করতে পারবেন।এরপর আপনি নতুন এডিটর এ  CSS দেয়ার মাধ্যমে শুরু করতে পারেন এবং নতুন স্টাইল যা ব্যবহার করেছেন তা দেখতে পারবেন অন্যান্য সীট এর মত সরাসরি।

আপনি ডিস্ক থেকে স্টাইল সীট লোড করতে পারবেন এবং ইম্পোর্ট বাটন এ ক্লিক করে পেজ এ ব্যবহার করতে পারবেন।

সোর্স ম্যাপ সাপোর্ট

CSS সোর্স ম্যাপ সাপোর্ট ফায়ারফক্স ২৯ এ নতুন বৈশিষ্ট্

{{EmbedYouTube("zu2eZbYtEUQ")}}

প্রি প্রসেসর যেমন  Sass, Less, অথবা Stylus ব্যবহার করে ওয়েব ডেভেলপাররা প্রায়ই CSS ফাইল তৈরী করে।এই টুল আরও গরীয়ান এবং অভিবাক্তপূর্ণ শব্দবিন্যাস থেকে CSS ফাইল  তৈরী করতে সাহায্য করে। আপনি যদি এটি করেন তাহলে দেখতে পাবেন যে,তৈরীক্রিত CSS দেখতে পাওয়া এবং এডিট করা তেমন সুবিধা জনক না,কারন যে কোড আপনি ধারন করছেন তা প্রি প্রসেসর শব্দবিন্যাস,আপনার তৈরীক্রিত নয়। তাই আপনাকে তৈরীক্রিত CSS এডিট করতে হবে তারসাথে এটি পুনরাই অরিজিনাল সোর্স এ মানুয়াল্-ই কাজ করাতে হবে।

সোর্স ম্যাপ টুল গুলো আপনাকে তৈরীক্রিত CSS থেকে অরিজিনাল শব্দবিন্যাস  এ ফিরিয়ে আনতে সাহায্য করে,যাতে তাদের দেখা যায় এবং অরিজিনাল শব্দবিন্যাস এর ফাইল গুলো কে আপনি এডিট করতে পারেন।ফায়ারফক্স ২৯ স্টাইল এডিটর CSS সোর্স ম্যাপ ধরতে পারে।

এটার মানে এই যে,ধরুন আপনি  Sass দিলেন তাহলে স্টাইল এডিটর আপনাকে  Sass ফাইল দেখাবে এবং এডিট করতে দিবে,তাদের তৈরী CSS নয় :

এইটা কাজ করানোর জন্য আপনার উচিত :

অরিজিনাল সোর্স গুলো দেখা

এখন আপনি যদি  Style Editor settings এর "Show original sources" টি দেখেন, Rules view  এর CSS রুল গুলো এর পরবর্তী লিংক স্টাইল সীট এর অরিজিনাল সোর্স এ নিয়ে যাবে।

এডিট অরিজিনাল সোর্স

আপনি স্টাইল এডিটর এর অরিজিনাল সোর্স গুলো এডিট করতে পারবেন এবং যা ব্যবহার করা হয়েছে তা ঠিক তখনি সরাসরি দেখা যাবে।এটা কে কাজ করানোর জন্য আরও দুটি স্টেপ আছে।

প্রথমে,আপনার প্রসেসর টিকে এমন ভাবে তৈরী করুন যাতে তা অরিজিনাল সোর্স কে দেখতে পারে এবং নিজস্ব ভাবে CSS তৈরী করে সোর্স পরিবর্তন করার সাথে সাথে। Sass এ আপনি --watch অপশন টি দেওয়ার মাধ্যমে কাজ টি করতে পাড়েন:

sass index.scss:index.css --sourcemap --watch

পরবর্তী তে,ফাইল এর পাশে "Save" বাটন এ ক্লিক করে স্টাইল এডিটর থেকে অরিজিনাল সোর্স সেভ করতে হবে, এবং অরিজিনাল ফাইল এ সেভ করতে হবে।

এখন আপনি যখন স্টাইল এডিটর এর সোর্স ফাইল পরিবর্তন করবেন,CSS একাই তৈরী হবে এবংপরিবর্তন টি আপনি তখন-ই দেখতে পারবেন।

কীবোর্ড শর্টকাট

সোর্স এডিটর শর্টকাট

{{ Page ("en-US/docs/tools/Keyboard_shortcuts", "source-editor") }}

{{ languages( { "ja": "ja/Tools/Style_Editor"} ) }}