--- title: Layout slug: Web/CSS/Getting_Started/লে-আউট tags: - CSS - CSS Float - CSS Text Align - CSS Unit - 'CSS:Getting_Started' - Example - Guide - Intermediate - NeedsLiveSample - NeedsUpdate - Web - needs review translation_of: Learn/CSS/CSS_layout translation_of_original: Web/Guide/CSS/Getting_started/Layout ---

{{ CSSTutorialTOC() }}

{{ previousPage("/en-US/docs/Web/Guide/CSS/Getting_Started/Boxes", "Boxes")}} CSS শুরু করার ১২তম অধ্যায় এটি;  আপনার ডকুমেন্টের লে-আউট কীভাবে adjust করা যায় তা রয়েছে এখানে। আপনার নমুনা ডকুমেন্টের লে-আউট আপনি পরিবর্তন করতে পারেন।

তথ্যঃ লে-আউট

বিভিন্ন দৃশ্যমান প্রভাব বিশেষায়িত করার জন্য আপনি CSS ব্যবহার করতে পারেন যা আপনার ডকুমেন্টের লে-আউট পরিবর্তন করে। লে-আউট বিশেষায়িত করার কিছু পদ্ধতি বেশ অগ্রসর এবং সেগুলো এই বেসিক টিউটোরিয়ালের ঊর্ধ্বে।

আপনি যখন একাধিক ব্রাউজারে প্রায় একইরকম দৃশ্যমান লে-আউট ডিজাইন করেন, তবে তা আপনার স্টাইলশীট ব্রাউজারের ডিফল্ট স্টাইলশীট এবং লে-আউট ইঞ্জিনের সাথে যেভাবে interact করে তা বেশ জটিল হতে পারে। এটিও একটি অগ্রসরমান বিষয়, এই বেসিক টিউটোরিয়ালের ঊর্ধ্বে।

এই পেজে আপনার চেষ্টা করে দেখার জন্য কিছু সহজ কৌশল বর্ণনা করা আছে।

ডকুমেন্ট স্ট্রাকচার

আপনি যদি আপনার ডকুমেন্টের লে-আউট নিয়ন্ত্রণ করতে চান তবে আপনাকে এর স্ট্রাকচার পরিবর্তন করতে হতে পারে।

আপনার ডকুমেন্টের মার্কআপ ল্যাংগুয়েজের খুব সম্ভবত স্ট্রাকচার তৈরি করার জন্য general-purpose ট্যাগ আছে। যেমন ধরুনঃ HTMLএ আপনি স্ট্রাকচার তৈরির জন্য {{ HTMLElement("div") }} এলিমেন্ট ব্যবহার করতে পারেন।

উদাহরণ

নমুনা ডকুমেন্টে, দ্বিতীয় শিরোনামের আওতায় সংখ্যায়িত প্যারাগ্রাফে নিজস্ব কোন কন্টেইনার নেই।

আপনার স্টাইলশীট প্যারাগ্রাফগুলোর চারদিকে বর্ডার টানতে পারে না, কারণ এই সেক্টরটি বিশেষায়িত করার জন্য কোন এলিমেন্ট নাই।

স্ট্রাকচারের এই সমস্যা সমাধানের জন্য, আপনি প্যারাগ্রাফের চারদিকে একটি {{ HTMLElement("div") }} ট্যাগ যোগ করতে পারেন। এই ট্যাগটি ,তাই এটি নির্দিষ্ট করা যেতে পারে একটি id অ্যাট্রিবিউট দিয়েঃ

<h3>Numbered paragraphs</h3>
<div id="numbered">
  <p>Lorem ipsum</p>
  <p>Dolor sit</p>
  <p>Amet consectetuer</p>
  <p>Magna aliquam</p>
  <p>Autem veleum</p>
</div>

এখন আপনার স্টাইলশীট দুটি লিস্টের চারদিকে বর্ডার দেওয়ার জন্য একটি রুল ব্যবহার করতে পারেঃ

ul, #numbered {
  border: 1em solid #69b;
  padding-right:1em;
}

এরকম দেখতে পাওয়ার কথাঃ

(A) The oceans

  • Arctic
  • Atlantic
  • Pacific
  • Indian
  • Southern

(B) Numbered paragraphs

1: Lorem ipsum

2: Dolor sit

3: Amet consectetuer

4: Magna aliquam

5: Autem veleum

সাইজ ইউনিট

এত দূর পর্যন্ত এই টিউটোরিয়ালে আপনি pixel (px)এ সাইজ নির্ধারণ করেছেন। কম্পিউটার স্ক্রিনের মত কিছু কিছু ডিসপ্লে ডিভাইসের ক্ষেত্রের জন্য এটি যথাযথ। কিন্তু ব্যবহারকারী যখন ফন্ট সাইজ পরিবর্তন করে তখন আপনার লে-আউটে সমস্যা দেখা দিতে পারে।

অধিকাংশ ক্ষেত্রেই শতকরা হিসাবে অথবা ems (em)এ সাইজ নির্দিষ্ট করে দেওয়াই ভাল। em হল nominally চলমান ফন্টের (একটি m এর প্রসস্ততা) সাইজ। ব্যবহারকারী যখন ফন্ট সাইজ পরিবর্তন করেন, আপনার লে-আউট নিজে পরিবর্তন থেকেই হয়ে যায়।

উদাহরণ

এই টেক্সটের বামদিকের বর্ডারের সাইজ পিক্সেলে নির্ধারিত।

ডানদিকের বর্ডারের সাইজ ems দিয়ে নির্ধারিত।

আপনার ব্রাউজারে, ফন্ট পরিবর্তন করে দেখতে পারেন কীভাবে ডানদিকের বর্ডার adjusts হয় কিন্তু বাঁদিকের বর্ডার হয় নাঃ

আমার আকার পুনঃনিরধারণ করুন
বিস্তারিত

অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে, অন্যান্য দৈর্ঘ্য একক প্রযোজ্য।

এই টিউটোরিয়ালের পরবর্তী পেজে এ সংক্রান্ত আরো তথ্য আছে।

মান ও একক সংক্রান্ত বিস্তারিত জানার জন্য, CSS Specificationএ আপনি  see Values ব্যবহার করতে পারেন।

টেক্সট লে-আউট

কোন এলিমেন্টের একাধিক কন্টেন্ট কীভাবে এক লাইনে নিয়ে আসা যায় তা দুইটি প্রপার্টি দিয়ে নির্ধারিত হয়। সাধারণ লে-আউট adjustment এর জন্য আপনি সেগুলো ব্যবহার করতে পারেনঃ

{{ cssxref("text-align") }}
কন্টেন্ট এক লাইনে নিয়ে আসা। এই ভেল্যুগুলোর যেকোনটি ব্যবহার করেঃ left, right, center, justify
{{ cssxref("text-indent") }}
আপনার নির্ধারিত পরিমাণ অনুসারে কন্টেন্ট ইনডেন্ট করেঃ

শুধুমাত্র লেখাতেই না কোন এলিমেন্টের লেখা সদৃশ যেকোন কনটেন্টে এই প্রপার্টিগুলো প্রয়োগ করা যেতে পারে। খেয়াল রাখবেন, এগুলো এলিমেন্টের children দিয়ে inherited, তাই অবান্তর ফলাফল এড়াতে  আপনাকে খুব সম্ভবত childrenএ সেগুলো বন্ধ করে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উদাহরণ

শিরোনাম মাঝে আনতেঃ

h3 {
  border-top: 1px solid gray;
  text-align: center;
}

ফলাফলঃ

(A) The oceans

যে কোন HTML ডকুমেন্টে, শিরোনামের নিচে আপনি যে কনটেন্ট দেখেন তা গঠনগত ভাবে শিরোনামের আওতাধীন নয়। তাই আপনি যখন এরক্ম কোন শিরোনামকে এক লাইনে নিয়ে আসেন, তখন শিরোনামের নিচের ট্যাগগুলো ওই স্টাইলের অন্তর্ভুক্ত হয় না।

Floats

{{ cssxref("float") }} প্রপার্টি কোন এলিমেন্টকে ডানে-বামে সরায়। এলিমেন্টের অবস্থান ও আকার নির্ধারণের জন্য এটি একটি সহজ উপায়।

ডকুমেন্ট কনটেন্টের বাকি অংশ সাধারণত floated এলিমেন্টের চারদিকেই থাকে। অন্যান্য এলিমেন্টগুলোতে {{ cssxref("clear") }} প্রপার্টি ব্যবহার করে আপনি তাদের ফ্লট এর বাইরে থাকা নিয়ন্ত্রণ করতে পারেন।

উদাহরণ

আপনার নমুনা ডকুমেন্টে, লিস্ট উইন্ডোতে ছড়িয়ে থাতে পারে। সেগুলোকে বাঁদিকে সরিয়ে আপনি তা রোধ করতে পারেন।

শিরোনামগুলোকে সঠিক স্থানে রাখার জন্য, আপনাকে অবশ্যই এটি নির্দিষ্ট করে দিতে হবে যেন সেগুলো ফ্লট মুক্ত থাকেঃ

ul, #numbered {float: left;}
h3 {clear: left;}

এমন দেখতে পাওয়ার কথাঃ

(A) The oceans

  • Arctic
  • Atlantic
  • Pacific
  • Indian
  • Southern

(B) Numbered paragraphs

1: Lorem ipsum

2: Dolor sit

3: Amet consectetuer

4: Magna aliquam

5: Autem veleum

(বক্সের ডানদিকে সামান্য padding দরকার, সেখানে বর্ডার লেখার খুবই কাছে হয়ে গিয়েছে।)

অবস্থান নির্ধারণ

চারটি উপায়ে আপনি কোন এলিমেন্টের অবস্থান নির্ধারণ করতে পারেন {{ cssxref("position") }} প্রপার্টি এবং নিচের যেকোন একটি ভেল্যু নির্দিষ্ট করে।

এগুলো এডভান্সড প্রপার্টি। সহজভাবেও এগুলো ব্যবহার করা যায় — সেজন্যই এই বেসিক টিউটোরিয়ালে এ সম্পর্কে বলা হয়েছে। তবে কমপ্লেক্স লে-আউটের জন্য এগুলো ব্যবহার করা কিছুটা জটিল হতে পারে।

relative
এলিমেন্টের স্বাভাবিক অবস্থানের আপেক্ষিক পরিবর্তন করা হয়। Use this to shift an element by a specified amount. You can sometimes use the element's margin to achieve the same effect.
fixed
এক্ষেত্রে এলিমেন্টের অবস্থান নির্দিষ্ট। এলিমেন্টের অবস্থান ডকুমেন্ট উইন্ডো অনুযায়ী নির্ধারণ করুন। বাকি ডেকুমেন্ট স্ক্রল করলেও এ ক্ষেত্রে এলিমেন্টটি স্থির থাকবে।
absolute
parent এলিমেন্টের তুলনায় এলিমেন্টের অবস্থান স্থির থাকবে। শুধুমাত্র একটি parent যার নিজের অবস্থান relative, fixed অথবা absolute দিয়ে নির্ধারিত সেটি কাজ করবে। position: relative নির্দিষ্ট করে আপনি যেকোন parent এলিমেন্টকেই এর জন্য প্রস্তুত করে নিতে পারেন; এর জন্য কোন শিফট ব্যবহার না করেই।
static
ডিফল্ট। অবস্থান নির্ধারণ করা সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজন হলে এই ভেল্যুটি ব্যবহার করুন।

position প্রপার্টির এই ভেল্যুগুলোর সাথে সাথে (static ব্যতীত), আরো কিছু প্রপার্টি নির্দিষ্ট করুনঃ top, right, bottom, left, width, height। আপনি কোথায় আপনার এলিমেন্টটি দেখতে পেতে চান তা এগুলো নির্দেশ করে এবং এর সাথে সাথে আকারও।

উদাহরণ

দুইটি এলিমেন্ট একে অপরের উপর অবস্থাআন দেওয়ার জন্য, আপনার ডকুমেন্টের ভেতরে দুইটি এলিমেন্টসহ একটি  parent কন্টেইনার তৈরি করুনঃ

<div id="parent-div">
  <p id="forward">/</p>
  <p id="back">\</p>
</div>

আপনার স্টাইলশীটে, parents এর অবস্থান relative করুন। এখানে কোন প্রকৃত শিফট নির্ধারণের কোন প্রয়োজন নেই। children এর অবস্থান absolute নির্ধারণ করুনঃ

#parent-div {
  position: relative;
  font: bold 200% sans-serif;
}

#forward, #back {
  position: absolute;
  margin:0px; /* no margin around the elements */
  top: 0px; /* distance from top */
  left: 0px; /* distance from left */
}

#forward {
  color: blue;
}

#back {
  color: red;
}

ফলাফলে ফরওয়ার্ড শ্ল্যাশের উপরে ব্যাকশ্ল্যাশ দিয়ে এমনটি দেখতে পাওয়ার কথাঃ

/

\

 
আরো বিস্তারিত

অবস্থান নির্ধারণের পুরো বিষয়টির উপর CSS Specificationএ দুইটি জটিল অধ্যায় আছেঃ  Visual formatting model এবং Visual formatting model details.

আপনি যদি একাধিক ব্রাউজারে কার্যকর কোন স্টাইলশীট ডিজাইন করতে থাকেন, তবে আপনারও তা অ্যাকাউন্ট ডিফারেন্সে নেওয়ার দরকার হতে পারে, যেভাবে ব্রাউজার স্ট্যান্ডার্ডের সাথে interpret করে এবং খুব সম্ভবত নির্দিষ্ট কিছু ব্রাউজারের বিশেষ কিছু ভার্সনে বাগ করতে পারে।

Action: লে-আউট নির্ধারণ

  1. আপনার নমুনা ডকুমেন্ট পরিবর্তন করুন, doc2.html এবং স্টাইলশীট, style2.css, এই অংশে উপরের উদাহরণ ডকুমেন্ট স্ট্রাকচার এবং ফ্লটস
  2. ফ্লটস উদাহরণে, আপনার padding যুক্ত করুন ডানদিকের বর্ডার থেকে টেক্সট 0.5 em দূরে সরানোর জন্য।
চ্যালেঞ্জ

আপনার নমুনা ডকুমেন্ট পরিবর্তন করুন, doc2.html, শেষ করার আগ দিয়ে এই ট্যাগটি যুক্ত করে, </body> ট্যাগের ঠিক আগে।

<img id="fixed-pin" src="Yellow-pin.png" alt="Yellow map pin">

এই টিউটোরিয়ালে আপনি যদি ইমেজ ফাইলটি আগে থেকে ডাউনলোড না করে থাকেন, তবে এখন সেটি ডাউনলোড করে নিন এবং নমুনা ফাইলের মত একই ডিরেক্টরিতে এটি রাখুনঃ

Image:Yellow-pin.png

আপনার ডকুমেন্টের কোথায় ইমেজটি দেখা যেতে ঠিক করে নিন। এবার আপনার ব্রাউজার রিফ্রেশ করুন আপনার কাজ সঠিক হয়েছে কিনা তা দেখার জন্য।

আপনার স্টাইলশীটে একটি রুল যুক্ত করুন যা আপনার ডকুমেন্টে উপরের দিকে ডানে ইমেজটি রাখে।

আপ্নার ব্রাউজার রিফ্রেশ করে উইন্ডোটি ছোট করুন। যখন আপনি আপনার ডকুমেন্ট স্ক্রল করেন তখন দেখুন ইমেজটি উপরের দিকে ডানে থাকে কিনাঃ

(A) The oceans

  • Arctic
  • Atlantic
  • Pacific
  • Indian
  • Southern

(B) Numbered paragraphs

1: Lorem ipsum

2: Dolor sit

3: Amet consectetuer

4: Magna aliquam

5: Autem veleum

 

Yellow map pin

 এই চ্যালেঞ্জটির একটি সমাধান দেখুন।

এর পরে?

{{ nextPage("/en-US/docs/Web/Guide/CSS/Getting_Started/Tables", "Tables") }} এইমাত্র আপনি এই বেসিক CSS টিউটোরিয়ালের সব টপিক প্রায় শেষ করে ফেলেছেন। পরবর্তী পেজটি CSS রুলের আরো অ্যাডভান্সড সিলেক্টর বর্ণনা করে এবং আরো কিছু নির্দিষ্ট উপায় যা দিয়ে আপনি টেবিল স্টাইল করতে পারেন।