--- title: CSS slug: Web/CSS tags: - CSS - Design - Landing - Layout - NeedsReview - Reference translation_of: Web/CSS ---

Cascading Style SheetsCSS, মূলত  stylesheet সংক্রান্ত ভাষা  যা একটি HTML or XML দিয়ে (অনেক ধরনের XML ভাষা সহ যেমন  SVG অথবা XHTML) লেখা নথির উপস্থাপনায় বাবহারিত হয়ে থাকে । CSS গঠনকৃত উপাদান গুলো পর্দায় , কাগজে, বক্তব্য বা অন্য কোন মাধ্যমে  কিভাবে উপস্থাপিত হবে তা ব্যাখ্যা করে থাকে।

CSS মুক্ত ওয়েবের একটি কেন্দ্রীয় ভাষা এবং এর প্রমিত  W3C specification  আছে। ধাপে ধাপে বিকশিত হবার কারণে, CSS1 বর্তমানে অপ্রচলিত , CSS2.1 একটি পরামর্শ স্বরূপ হয়ে গিয়েছে এবং CSS3, এখন ছোট ছোট মডিউলে বিভক্ত, যা প্রমিত রূপ লাভের দিকে অগ্রসর হচ্ছে।

ডকুমেন্টেশন এবং টিউটোরিয়াল

সিএসএস এর মৌলিক ধারনা
এখানে সিনট্যাক্স ও ভাষার ধরন এবং স্পেসিফিসিটি, ইনহেরিট্যান্স, বক্স মডেল, মার্জিন কলাপসিং, স্ট্যাকিং, ব্লক ফরম্যাটিং এর ধারনা, বা প্রাথমিক, কম্পিউটকৃত, ব্যবহারকৃত আসল মানের সাথে পরিচিত করা হয়েছে। সিএসএস শর্টহ্যান্ড প্রপার্টি সমূহও এখানে বর্ণনা করা হয়েছে।
সিএসএস ডেভেলপার গাইড
আপনার কন্টেন্টকে আরও আকর্ষণীয় করে দেখানোর জন্য যেসব সিএসএস কৌশল সমূহ আপনার অবশ্যই শেখা দরকার, এখানে সেগুলো বর্ণনা করা হয়েছে।
সাধারন সিএসএস জিজ্ঞাসা
সিএসএস নিয়ে সাধারণত জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর এই নিবন্ধে দেয়া হয়েছে।

সিএসএস এর জন্য টুল সমূহ

  • W3C এর সিএসএস ভ্যালিডেশন সেবা পরীক্ষা করে দেখে যে যেই সিএসএস টি দেয়া হয়েছে, সেটি ঠিকঠাক আছে কি না বা সিএসএস এর মধ্যে কোন ভুল আছে কি না। এটি একটি অমূল্য ডিবাগিং টুল।
  • ফায়ারফক্সের ফায়ারবাগ এক্সটেনশন, ডেভেলপারদের কাছে একটি জনপ্রিয় এক্সটেনশন বা টুল। এটি ব্যবহার করে আপনি একটি পাতার এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের মধ্যেই অনেক সহজে সম্পাদনা করতে পারবেন।
  • ফায়ারফক্সের ওয়েব ডেভেলপার এক্সটেনশনও লাইভ সাইট সম্পাদনা করার সুবিধা দেয়। এটা সিম্পল কিন্তু ফায়ারবাগের চেয়ে একটু কম সুবিধা দেয়।
  • ফায়ারফক্সের এডিট সিএসএস এক্সটেনশন সাইডবারে সিএসএস এডিট করার সুবিধা প্রদান করে।
  • সিএসএস টেক্সট-ডেকোরেশন লেভেল ৩ Candidate Recommandation অবস্থায় পৌছেছে। এর অর্থ হচ্ছে text-decoration-*text-emphasis-* প্রপার্টি দুটো খুব দ্রুত ব্যবহারোপযোগী হবে। আমাদের অনেক পরিচিত {{cssxref("text-shadow")}}ও এখানে বর্ণনা করা হয়েছে। (১লা আগস্ট, ২০১৩)
  • গেকো এখন {{cssxref("background-origin")}}: local সমর্থন করে। ফায়ারফক্স ২৫ এর পর থেকে (নাইটলিতে ইতোমধ্যে চলে এসেছে) এটা ব্যবহারযোগ্য হবে। (২৫ জুলাই, ২০১৩)
  • পয়েন্টার ইভেন্ট সমূহ Candidate Recommandation অবস্থায় পৌছেছে। তার মানে touch-action ও খুব দ্রুত ব্যবহারোপযোগী হবে। বর্তমানে এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এ যুক্ত করা হয়েছে। তবে এটা ব্যবহার করার জন্য -ms- প্রেফিক্স ব্যবহার করতে হবে। (৬ মে, ২০১৩)
  • গেকোর flexible boxes সমর্থন সাম্প্রতিক একটি বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য স্পষ্ট করার জন্য অনুমোদিত হয়েছেঃ ফায়ারফক্স ২৩ থেকে {{cssxref("::before")}} ও {{cssxref("::after")}} ফ্লেক্সের উপকরণ হবে, এবং {{cssxref("order")}} ও {{cssxref("align-self")}} ব্যবহার করে পুনর্বিন্যাস করা যাবে। (৩ মে, ২০১৩)