--- title: ওয়েব আরটিসি (WebRTC) slug: Web/Guide/API/WebRTC tags: - এপিআই - ওয়েব আরটিসি - পরিচিতি - ল্যান্ডিং translation_of: Web/API/WebRTC_API ---
WebRTC (যেখানে RTC এর পূর্ণরুপ Real-Time Communications) হল একটি প্রযুক্তি যা একাধিক ব্রাউজারের মধ্যে ব্রাউজার-ব্রাউজার অডিও/ভিডিও স্ট্রিমিং কিংবা ডাটা শেয়ারিং সুবিধা প্রদান করে থাকে। WebRTC এর সাহায্যে কোনরূপ প্লাগ-ইন বা এক্সটেনশন ব্যবহার ছাড়াই স্ট্যান্ডার্ড ওয়েব এপিআই এর সাহায্যে টেলিকনফারেন্সিং কিংবা ডাটা শেয়ারিং সম্ভব।
WebRTC এর অংশগুলোকে জাভাস্ক্রিপ্ট এপিআই এর সাহায্য ব্যবহার করা যায়: Network Stream API একটি অডিও/ভিডিও স্ট্রিম নির্দেশ করে, PeerConnection API এর সাহায্য দুই বা ততোধিক ব্রাউজারের মধ্যে সংযোগ স্থাপন করা যায়, এবং DataChannel API এর সাহায্য অডিও/ভিডিও ব্যতীত অন্যান্য ধরণের ডাটা আদানপ্রদান করা যায় - যা গেমিং, চ্যাট কিংবা ফাইল ট্রান্সফারের জন্য অসাধারণ!
উল্লেখ্য: এই ডকুমেন্টেশন নতুন যায়গায় চলে যাচ্ছে।