--- title: জাভাস্কিপ্ট ভাষার রিসোর্স slug: Web/JavaScript/ভাষার_রিসোর্স tags: - JavaScript - JavaScript Language Resource - জাভাস্ক্রিপ্ট translation_of: Web/JavaScript/Language_Resources ---
{{JsSidebar}}

ECMAScript হচ্ছে এক প্রকার স্ক্রিপ্টিং ভাষা যার ওপর ভিত্তি করে জাভাস্ক্রিপ্ট তৈরি। আন্তর্জাতিক ECMA সংস্থা ECMA স্ক্রিপ্ট এর জন্য ECMA-262 এবং ECMA-402 এই দুইটি মান নির্ধারণ করে দিয়েছে। নিচের ECMAScript স্টান্ডার্ডগুলো অনুমোদিত হয়েছে:

নাম লিঙ্ক তারিখ বর্ননা
ECMA-262 সংস্করণ ৫.১ PDF, HTML জুন ২০১১

ECMAScript ৫.১, জাভাস্ক্রিপ্ট নির্দেশনার সর্বশেষ প্রকাশিত সংস্করণ
এই সংস্করণ সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইএসও/আইইসি ১৬২৬২:২০১১ এর তৃতীয় সংস্করণ সমর্থিতএতে ES5 Errata সংশোধন অন্তর্ভূক্ত করা হয়েছে, নতুন কোন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়নি।

CMA-402 PDF, HTML ডিসেম্বর ২০১২ ECMAScript আন্তর্জাতিকায়ন API
ECMA-357 সংস্করণ PDF ডিসেম্বর ২০০৫ এক্সএমএল (E4X) এর জন্য ECMAScript.
অপ্রচলিত সংস্করণ
ECMA-262 PDF জুন ১৯৯৭ ECMAScript এর আদি সংস্করণ
ECMA-262 সংস্করণ PDF আগস্ট ১৯৯৮

ECMAScript স্ট্যান্ডার্ড এর দ্বিতীয় সংস্করণ; এছাড়াও আইএসও স্ট্যান্ডার্ড ১৬২৬২।

ECMA-262 সংস্করণ ৩ PDF ডিসেম্বর ১৯৯৯ ECMAScript প্রমিত তৃতীয় সংস্করণ; জাভাস্ক্রিপ্ট এর ১.৫ এর অনুরূপ।
আরো দেখুন errata
ECMA-262 সংস্করণ ৫ PDF ডিসেম্বর ২০০৯ ECMAScript ৫
আরো দেখুন ES5 errata এবং ECMAScript ৫ মোজিলা সমর্থন
ECMA-357 PDF জুন ২০০৪ এক্সএমএল (E4X) এর জন্য ECMAScript
আরো দেখুন E4X errata

ECMAScript এর ইতিহাস সম্পর্কে আরও তথ্যের জন্য উইকিপিডিয়া ECMAScript এন্ট্রি দেখুন।

ECMAScript ভাষার স্পেসিফিকেশন এর পরবর্তী সংস্করণ, কোড-নাম "হারমনি" এর কাজ এ আপনি অংশগ্রহণ বা শুধু ট্র্যাক করতে পারেন, এবং পাবলিক উইকিমাধ্যমে ECMAScript আন্তর্জাতিকায়ন এপিআই স্পেসিফিকেশন এবং ecmascript.org হতে es-discuss মেইলিং তালিকায় অংশগ্রহণ করতে পারেন।

বাস্তবায়ন

আরো দেখুন