1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
|
---
title: জাভাস্ক্রিপ্ট প্রথম ধাপ
slug: Learn/JavaScript/First_steps
tags:
- Arrays
- Article
- Assessment
- Beginner
- CodingScripting
- Guide
- JavaScript
- Landing
- Module
- NeedsTranslation
- Numbers
- Operators
- TopicStub
- Variables
- 'l10n:priority'
- maths
- strings
translation_of: Learn/JavaScript/First_steps
---
<div>{{LearnSidebar}}</div>
<p class="summary">আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট মডিউলে আমরা কিছু ভৌত প্রশ্নের উত্তর দিব, যেমন "জাভাস্ক্রিপ্ট কি?" , "এটা কেমন দেখতে?" , "এটা কি করতে পারে?" । আপনাকে আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট লেখার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা এগুলো শিখবো। তারপর আমরা কিছু কি বিল্ডিং ব্লক নিয়ে বিশদে আলোচনা করবো, যেমন ভ্যারিয়েবল, স্ট্রিং, নাম্বার এবং array ।</p>
<h2 id="পূর্বশর্ত">পূর্বশর্ত </h2>
<p>এই মডিউল শুরু করার পূর্বে আপনার জাভাস্ক্রিপ্ট এর উপর কোনো পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক নয়, কিন্তু আপনার HTML ও CSS এর সাথে পরিচিতি থাকতে হবে। আপনাকে জাভাস্ক্রিপ্ট শুরু করার পূর্বে নিম্নের মডিউলগুলোর মধ্য দিয়ে কাজ শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। </p>
<ul>
<li><a href="https://developer.mozilla.org/en-US/docs/Learn/Getting_started_with_the_web">Getting started with the Web</a> (which includes a really <a href="/en-US/docs/Learn/Getting_started_with_the_web/JavaScript_basics">basic JavaScript introduction</a>).</li>
<li><a href="/en-US/docs/Learn/HTML/Introduction_to_HTML">Introduction to HTML</a>.</li>
<li><a href="https://developer.mozilla.org/en-US/docs/Learn/CSS/Introduction_to_CSS">Introduction to CSS</a>.</li>
</ul>
<div class="note">
<p><strong>বিঃদ্রঃ </strong>: আপনি যদি এমন একটি কম্পিউটার/ট্যাবলেট কিংবা অন্যান্য ডিভাইসে কাজ করেন যেখানে আপনার নিজের কোনো ফাইল তৈরী করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার তৈরী করা কোডগুলো নিয়ে গবেষণা করতে পারেন অনলাইন কোডিং প্রোগ্রামগুলোতে যেমন <a href="http://jsbin.com/">JSBin</a> অথবা <a href="https://thimble.mozilla.org/">Thimble</a>। </p>
</div>
<h2 id="গাইড">গাইড</h2>
<dl>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/What_is_JavaScript">জাভাস্ক্রিপ্ট কি?</a></dt>
<dd>নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত MDN এর জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। এই প্রথম আর্টিকেলে আমরা জাভাস্ক্রিপ্টকে উঁচু স্তর থেকে দেখবো। আমরা উত্তর দেব "এটা কি?" , এবং "এটা কি করছে?" এবং নিশ্চিত করবো যে আপনি জাভাস্ক্রিপ্ট এর উদ্দেশ্য নিয়ে সাচ্ছন্দবোধ করছেন। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/A_first_splash">জাভাস্ক্রিপ্ট এর প্রথম ঝলক</a></dt>
<dd>এখন আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু তত্ত্ব শিখেছেন এবং আপনি জানেন আপনি এটা দিয়ে কি করতে পারবেন। আমরা আপনাকে একটি সংক্ষিপ্ত কোর্সে সম্পূর্ণ প্রাকটিকাল টিউটোরিয়াল এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ভৌত বৈশিষ্টগুলো শেখাবো। এখানে ধাপে ধাপে আপনি "Guess the number" নামের একটি সাধারণ গেম তৈরী করবেন। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/What_went_wrong">কি সমস্যা হলো? জাভাস্ক্রিপ্ট মেরামত</a></dt>
<dd>পূর্বের আর্টিকেলে যখন আপনি "Guess the number" গেমটি তৈরী করেছিলেন তখন নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে এটা কাজ করছিলো না। ভয় পাওয়ার দরকার নেই - এই আর্টিকেল সেই উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে কিছু সাধারণ টিপস সহকারে যাতে আপনি সহজে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের সমস্যা নির্ণয় করতে পারেন ও তার সমাধান করতে পারেন। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Variables">আপনার দরকারি তথ্য Storing (সংরক্ষণ) করা — Variables (চলক)</a></dt>
<dd>পূর্বের গুটিকতক আর্টিকেল পড়ার পরে আপনার এখন জানা উচিত জাভাস্ক্রিপ্ট কি, এটা আপনার জন্য কি করতে পারে, অন্যান্য ওয়েব টেকনোলজির পাশাপাশি আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে পারেন, এবং এটার মূল বৈশিষ্ট উঁচু স্তর থেকে দেখতে কেমন লাগে। এই আর্টিকেলে আমরা একেবারে মৌলিক বিষয় দেখবো যেটা হলো জাভাস্ক্রিপ্টের প্রথম মৌলিক বিল্ডিং ব্লক - Variables (চলক)। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Math">জাভাস্ক্রিপ্ট এর মৌলিক গণিত — numbers and operators</a></dt>
<dd>এই মুহূর্তে আমরা আলোচনা করবো জাভাস্ক্রিপ্টের গণিত নিয়ে - আমরা কিভাবে অপারেটর একত্র করতে পারি কিভাবে নাম্বারকে আমাদের আদেশ পালন করার জন্য পরিচালনা করতে পারি। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Strings">টেক্সট সামলানো — strings in JavaScript</a></dt>
<dd>পরবর্তীতে আমরা আমাদের মনোযোগ ঘোরাবো স্ট্রিং এর দিকে - টেক্সট এর টুকরাকে প্রোগ্রামিংয়ের ভাষায় এটাই বলা হয়ে থাকে। এই আর্টিকেলে আমরা সেই সবকিছু দেখবো যেটা জাভাস্ক্রিপ্ট শেখার সময় স্ট্রিং সম্পর্কে আপনার জানা থাকার দরকার, যেমন স্ট্রিং তৈরী, স্ট্রিং থেকে কোটেশন এর মুক্তি এবং তাদেরকে একত্র করা। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Useful_string_methods">সুবিধাজনক স্ট্রিং মেথড</a></dt>
<dd>এখন আমরা দেখলাম স্ট্রিং এর একেবারে মৌলিক বিষয়গুলো, এখন একটু গতি বাড়িয়ে চিন্তা করে দেখা যাক বিল্ট-ইন মেথড ব্যবহার করে স্ট্রিং এর উপর কি ধরণের লাভজনক অপারেশন করা যেতে পারে, যেমন একটি স্ট্রিং এর দৈর্ঘ্য পরিমাপ করা, স্ট্রিং একত্র ও পৃথক করা, স্ট্রিং এর একটি অক্ষর অন্যটির জন্য বাদ দেওয়া, এবং আরো অনেক কিছু। </dd>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Arrays">Arrays</a></dt>
<dd>এই মডিউলের সর্বশেষ আর্টিকেলে আমরা দেখবো Array - একটিমাত্র চলকের মধ্যে একটি ডাটার তালিকা সংরক্ষণ করার সহজ উপায়। এখানে আমরা দেখবো কেন এটি সুবিধাজনক, তারপর দেখবো কিভাবে একটি Array তৈরী করতে হয়, Array পুনরুদ্ধার, সংযোজন এবং Array এর তালিকা থেকে আইটেম বিয়োজন, এবং এর পাশাপাশি আরো অনেক কিছু। </dd>
</dl>
<h2 id="মূল্যায়ন">মূল্যায়ন</h2>
<p>নিচের কাজটি থেকে মূল্যায়ন করা হবে আপনি উপরের জাভাস্ক্রিপ্ট কোর্সের গাইড অনুসরণ করে কি শিখেছেন। </p>
<dl>
<dt><a href="/en-US/docs/Learn/JavaScript/First_steps/Silly_story_generator">মজাদার গল্প উৎপাদক</a></dt>
<dd>এই মূল্যায়নে আপনাকে একটি কাজ দেওয়া হবে, মডিউলগুলো থেকে কিছু শিখে আপনাকে একটি মজাদার App বানাতে হবে যেটা মজাদার গল্প তৈরী করে। শুভেচ্ছা রইলো !</dd>
</dl>
|